কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৯,সেপ্টেম্বর :: মায়ের সাথে ষষ্ঠী পূজো দেখতে এসেছিল। কিন্তু আর ঘরে ফেরা হলো না। ফিরলো নিথর দেহ। মহানন্দা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। জানা যায় আজ চাপরা ষষ্ঠী ছিল। এই উপলক্ষে পুরাতন মালদার মঙ্গলবাড়ী মহানন্দা ঘাটে ষষ্ঠী পুজোয় ব্রত হয়েছিল মায়েরা।
ঠিক সেই সময় মহানন্দা নদীতে নেমে তলিয়ে যায় এক ছাত্র। পরে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে মৃত ছাত্রের নাম পীযূষ দত্ত। বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ী খইহাট্টা। নবম শ্রেণীর ছাত্র ছিল সে।
জানা যায় আজ ষষ্ঠী পূজা উপলক্ষে মায়ের সাথে পীযূষ এবং তার আরো দুই ভাই মহানন্দা ঘাটে এসেছিল।। পুজো চলাকালীন তিন ভাই মিলে মহানন্দায় নেমেছিল। সে সময় হঠাৎই পীযূষ তলিয়ে যায়। বাকি দুই ভাইয়ের নজরে পরে বিষয়টি।
এরপর শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় ৩০ মিনিট পর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।