নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শুক্রবার ২০,ডিসেম্বর :: দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত নতুনপল্লীর আদিবাসী এলাকায় আদিবাসীদের দেবতা মারাং বুরুর একটি মন্দিরের উদ্বোধন করা হয়। এদিন এই মন্দিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে।
তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, কাউন্সিলার সনাতন পাল, সাগর কুণ্ডু, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সেখ নিজাম উদ্দিন ওরফে সেখ নাজাই সহ আরও অনেকে।
এই ওয়ার্ডের সভাপতি সেখ নিজাম উদ্দিন ওরফে সেখ নাজাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মারাং বুরুর মন্দির নির্মাণ করা হয়। ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মারাং বুরুর এই মন্দির। উল্লেখ্য, আদিবাসীদের মধ্যে মারাং বুরুকে শক্তির সর্বোচ্চ উৎস হিসেবে পূজা করা হয়।