নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৬,অক্টোবর :: রতুয়া দুই নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের ঐতিহ্যবাহী গোবর জোনা কালীপুজোর প্রস্তুতিপর্ব চলছে, জোর কদমে। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে মেলা ।
বারংবার পরিদর্শন করেছেন পুখুরিয়া থানার ওসি বাপন দাস রতুয়া দুই নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা জয়েন্ট বিডিও কল্যান আশীষ দাস এস ডি পি ও সোমনাথ সাহা সিআই পিনাকী সরকার
এই গোবরজনা কালী পুজোকে কেন্দ্র করে ইতিপূর্বেই হয়ে গেছে প্রশাসনিক বৈঠক গোবরজনা কালীমন্দিরের এক সেবায়েত নির্মলা চৌধুরী জানান পূর্বে এই মন্দির টিনের ছিল এবং সেই এলাকা পুরোই ভয়ংকর ছিল এবং কালীপুজোর পরের দিন বাঘ আসতো পাঠার রক্ত খেতে এবং সেখানে বাঘের পায়ের দাগও দেখা গেছে।
আরেক সেবায়েত স্বপন চৌধুরী জানান যে বহু বছর আগে মিল্কি থেকে মায়ের প্রতিমা নৌকাতে করে কালীমন্দির নিয়ে আসা হতো কালীপুজোর দিন কালীপুজো হতো এবং তার পরের দিন ভোরেই পাসের কালিন্দী নদীতে বিসর্জন করা হতো