নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: মালদহের কালিয়াচকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। একটি নাইন এমএম পিস্তল , তিনটি পাইপ গান ও ছয় রাউন্ড কার্তুজ সহ দুইজন গ্রেফতার পুলিশের জালে। ধৃতদের নাম মোহাম্মদ আজিম শেখ (২৯), জাক্কার আলি (৪৭) ।
তাদের বাড়ি কালিয়াচক থানার ছোট সুজাপুর বড় মত্তর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ছোট সুজাপুরের বড় মত্তর এলাকায় হানা দেয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুইজনকে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল, তিনটি পাইপ গান ও ছয় রাউন্ড কার্তুজ।