মালদহের গাজোল থানায় নিষিদ্ধ এক লরি কফ সিরাপ আটক করল রাজ্য পুলিশের এস টি এফ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২২জানুয়ারি :: মালদহের গাজোল থানার অন্তর্গত নিষিদ্ধ এক লরি কফ সিরাপ আটক করল রাজ্য পুলিশের এস টি এফ। জানা গিয়েছে মঙ্গলবার রাতে গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ৫১২ নং জাতীয় সড়ক এলাকায় মালদা থেকে বালুঘাটের দিকে এক লরি নিষিদ্ধ কাফ সিরাপ (মাদক) নিয়ে যাচ্ছিল।

গোপন সুত্রে খবর পেয়ে গাড়ি আটক করে এস টি এফ। লরিটি আটক করে তলাশি চালায় রাজ্য পুলিশের এস টি এফ ও সহযোগিতায় গাজোল থানার পুলিশ।গাড়ির মধ্যে প্রচুর পরিমানে কফ সিরাফ উদ্ধার হয়।

এস টি এফ এর সুত্রে খবর বাংলাদেশে পাচার করতেই এই কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে গোয়েন্দাদের অনুমান। ধৃত একটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের নাম্বার প্লেট লাগানো বুলেরো ও একটি উত্তরপ্রদেশে প্লেট নাম্বার লাগানো পরিবহন লরি চালক সহ দুই গ্রেপ্তার । জানা গেছে বিপুল পরিমাণে কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =