নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৫,আগস্ট :: বৃহস্পতিবার দুপুরে মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসনের স্বাস্থ্য দপ্তরের কর্তারা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শেখ আনসারী আহমেদ , তাঁর সঙ্গে ছিলেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন ওই জেলার আধিকারিক হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। আগামী দিনে হাসপাতালকে ঢেলে সাজাতে পদক্ষেপ নেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে। সেজন্য এদিন তিনি বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
প্রসঙ্গত, ওই হাসপাতালের একাধিক পরিকাঠামো গত সমস্যা রয়েছে। মায়েদের সিজার হচ্ছে না, একটা মাতৃমা দরকার, বাউন্ডারি ওয়াল টানা হবে, সেখানে ঘন ঘন গেট থাকবে না, পুরনো ভবন ভেঙে নতুন করার দাবি জানিয়ে ছেন ।
এদিন ওই আধিকারিককে বলেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে সুপার অঞ্জন রায় । সুপার বলেন, এদিন হাসপাতাল পরির্দশনে আসেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আমরা একাধিক ডিমান্ড রেখেছি।