কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদার চাঁচল থানার দেবিগঞ্জ গ্রামে কার্তুজ তৈরির কারখানার হদিস। উদ্ধার ৩৮ টি কার্তুজ ও কার্তুজ তৈরির বিভিন্ন সরঞ্জাম। সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ।তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমান কার্তুজ এবং কার্তুজ তৈরির বিভিন্ন সামগ্রী ।এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ তদন্ত করে দেখছে কোথায় বিক্রি হত এই কার্তুজ গুলি । কারা তার খরিদ্দার ছিল এবং অন্য কোনো প্রতিবেশী রাজ্যেও এই কার্তুজ পাচার হত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।