নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ ::মালদহ :: শনিবার ১৭,জানুয়ারি :: শনিবার মালদার সভা থেকে পরিবর্তনের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিহারের জয়ের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মা গঙ্গার আশীর্বাদে এবার বাংলায় ‘বিকাশের গঙ্গা’ বইবে।
বাংলার চারদিকে এখন বিজেপির সুশাসনের সরকার। এবার বাংলায় সুশাসনের সময় এসেছে।মালদহের মঞ্চ থেকে এদিন জনতার উদ্দেশে স্লোগান তোলেন মোদি। তিনি বলেন, “আমার সঙ্গে একটা সঙ্কল্প নিন। আমি বলব— পাল্টানো দরকার, আপনারা বলবেন— চাই বিজেপি সরকার।”
মোদির দাবি, যেখানে যেখানে বিজেপির নামে মিথ্যা প্রচার করা হয়েছে, সেখানকার মানুষই ভোট দিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন। বাংলার মানুষের উৎসাহ দেখে তিনি নিশ্চিত যে, এবার বিজেপি এখানে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে।
ভোটমুখী বঙ্গে রেল প্রকল্পের উদ্বোধনে এসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর অস্ত্র বেলডাঙার অশান্ত পরিস্থিতি। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন, তাঁদের উপর অত্যাচারের প্রতিবাদে দিন দুই ধরে জ্বলছে বেলডাঙা। পরিস্থিতি অগ্নিগর্ভ।
রাস্তা, রেল অবরোধ। খবর সংগ্রহ করতে গিয়ে কার্যত গণপ্রহারের শিকার হতে হয়েছে সাংবাদিক, চিত্রসাংবাদিকদের। তাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে মালদহ থেকে মহিলা সাংবাদিককে নিগ্রহের তুমুল নিন্দা করলেন মোদি।
বললেন, “একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?” তাঁর কথায়, ‘‘মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।
মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’
বিজেপি এলে অনুপ্রবেশকারীদের তাড়াবে। বড় অ্যাকশন নেবে। ভাজপা কার্যকর্তাদের আমি বলতে চাই, তৃণমূলের তাণ্ডব শেষ হবে একদিন। রাজনীতিও শেষ হবে। আপনারা অত্যাচার থেকে মুক্তি পাবেন।”

