কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: ভারতের জাতীয় সংগীত। দেশবাসীর কাছে আবেগ।সেই জাতীয় সংগীত অবমাননার অভিযোগ জেলা তৃণমূল সভাপতির মেলার অনুষ্ঠানে। যা নিয়ে তুঙ্গে বিতর্কের ঝড়। সামাজিক মাধ্যমে প্রতিবাদ নেটিজেনদের। ক্ষমা চাওয়ার দাবি।
মালদার রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সীর উদ্যোগে চলতি মাসের ৪ তারিখ থেকে একটি মেলা শুরু হয়। জেলায় যে মেলা আমার মেলা নামে খ্যাত।
তাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মূলত সেই ব্যানারেই হয় এই মেলা। সেখানে গত রাতে একটি সংগীত অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় বিকৃতভাবে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তারপরেই শুরু হয়েছে বিতর্ক।