কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৫,জুলাই :: মালদার বামন গোলা থানার পাকুয়াহাট এলাকায় বিবস্ত্র করে মারধরের ঘটনায় দুই নির্যাতিতাকে জামিন দিয়েছে মালদহ জেলা আদালত।সোমবার তাদের জামিন মঞ্জুর করে মালদা জেলা আদালত। মঙ্গলবার জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলো নির্যাতিতা দুই মহিলা।
গত মঙ্গলবার মালদার পাকুয়াহাটে চোর অপবাদ দিয়ে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটে।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন।এদিকে দেখা যায় ওই দুই মহিলাকে অন্য আরেকটি মামলায় অভিযুক্ত করে তাদেরকে জেলে পাঠিয়ে দেয় বামনগোলা থানার পুলিশ। এই নিয়ে শুরু হয় বিতর্ক।
পথে নামে বিজেপি। উত্তর মালদার বিজেপি সংসদ খগেন মুর্মুর নেতৃত্বে ২৪ ঘন্টা জেলার পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করা হয়।এরপরই এদের জামিন মঞ্জুর করল আদালত।মঙ্গলবার এদের জেল থেকে মুক্তি পেলো তারা। ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালে নিজেদের মুখে।তার মেয়ে জানিয়েছেন মাকে আর ওইখানে পাঠাবেন না।
তারা বলেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল সব মিথ্যা।সোমবার দিন তারা বাড়িতে ছিলেন। মঙ্গলবার পাকুয়া হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন। এরপর চোর সন্দেহে এক স্থানীয় মিষ্টির দোকানদার ও কিছু মানুষ তাদের মারধর করে।