নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনগোলা :: রবিবার ৭,ডিসেম্বর :: হঠাৎ দাউ দাউ করে জলছে আগুন। শনিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাটের সদর এলাকার স্টাইল বাজারের পাশে নতুন একটি তিনতলা বিল্ডিং তৈরি হছে সেখানে রয়েছে ছাদ তৈরি করার সাটারিং কাঠ সেখানেই শনিবার প্রায় নটা নাগাদ হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন।
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসে ঘটনা স্থলে।এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় দমকলে ।
পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দা পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। পরে দমকল একটি ইঞ্জিন ঘটনাস্থলা আসে আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ আসে প্রায় সাড়ে দশটা নাগাদ।যদি এখন পর্যন্ত কিভাবে এই আগুন লাগল তা জানা জায়নি। এই বিল্ডিং এর মালিকের বাড়ি জানা গিয়েছে বুলবুলচন্ডী।
