কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মালদহের কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা নির্বাচনকে ঘিরে শাসকদলের সাথে কংগ্ৰেস-সিপিএম জোটের বিরোধ। তার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। মারপিটে জড়িয়ে পরে উভয়পক্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
এই ঘটনায় কংগ্রেস-সিপিএম জোটের দুইজনকে গ্রেপ্তার করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে।হরিশচন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা প্রাঙ্গনে। পুলিশ জানিয়েছে রবিবার কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন ছিল।
ভোট চলাকালিন মাদ্রাসার বাইরে বচসায় জড়িয়ে পরে তৃনমূল ও কংগ্রেস-সিপিএমের নেতা- কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হতেই মারপিট শুরু হয়ে যায়। সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানিয়েছেন পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ভোট চলছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।