কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জানা যায়, মানিকচক ব্লকের ভুতনি থানার হীরানন্দপুর নীলকান্ততোলা গ্রামের বাসিন্দা জনার্দন মন্ডলের বাড়িতে শনিবার ভোর ৩টা নাগাদ আগুন লাগে। বাড়ির লোক জানতে পেরে বাড়ি থেকে বেরিয়ে চিৎকার শুরু করে। গ্রামবাসীরা ছুটে এসে সমস্ত রকমভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ভষ্মিভূত হয়ে পরে পুরো বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হন জনার্দন মণ্ডলের স্ত্রী সুকুন্তলা মন্ডল। ঘরে থাকা প্রায় তিন লক্ষাধিক টাকা পুড়ে ছাই আগামীকাল অর্থাৎ রবিবার জনার্দন মন্ডলের ছেলের বিয়ে। সেই মত সমস্ত বিয়ের প্রস্তুতি কেনাকাটা বাজার হাট সবই করা ছিল বাড়িতে। বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা ছিল প্রায় তিন লক্ষাধিক টাকা।
হঠাৎ এই আগুন লাগার কারণে পুরো বাড়ি ভষ্মিভূত হওয়াই বাড়ির সমস্ত আসবাবপত্র, জামা কাপড়, মোটরবাইক সহ প্রায় তিন লক্ষাধিক টাকা পুড়ে ছাই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গ্রামের মধ্যে। তবে কি কারণে আগুন লাগে তা এখনো অজানা।ভুতনি থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। কি কারনে এই আগুন লাগে বা কেউ লাগিয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।