নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৫,আগস্ট :: মালদহের রতুয়া-১ ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের পিন্ডলতলা দক্ষিণপাড়ার প্রায় ৮০০ মিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই হাজার বাসিন্দা। কাদা আর গর্তে ভরা রাস্তায় অসুস্থ মানুষকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদে রাস্তায় ধান চারা রোপণ করেন। গ্রামেবাসীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। বহুবার জানিয়েও কাজ হয়নি। এবার আন্দোলনে নামতেই হল। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।