নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৫,নভেম্বর :: বিশ্বকাপে গেরুয়া বিতর্কের পর এবার শিক্ষা প্রতিষ্ঠানেও গেরুয়া বিতর্ক। গেরুয়া রঙে রাঙিয়ে তোলা গোটা স্কুল। যেখানে সরকার অনুমোদিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে নীল সাদা রং করার জন্য সরকারি নির্দেশ রয়েছে। সেখানে একেবারে ১০০ ডিগ্রী বেঁকে বসেছে মালদার ইংলিশ বাজারের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়।
নীল সাদা নয় স্কুলের দেওয়াল রাঙানো হল গেরুয়া রঙে । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। বিতর্কে জড়িয়েছেন এই প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে যদিও এই বিতর্ক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ মৌখিকভাবে স্কুল কর্তৃপক্ষ দাবি করে এলাকার নাম কমলাবাড়ি হওয়ায় কমলা রঙ করা হয়েছে। এদিকে নীল সাদার পরিবর্তন গেরুয়া রং করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান, কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত কিছুর মধ্যেই গৌরীকিকরণের চেষ্টা করছে। বিশ্বকাপে গেরুয়া পোশাক পরিয়ে ভারতকে হারানো হয়েছে। ঠিক সেই রকমই শিক্ষাব্যবস্থা কেউ গৈরিকীকরণ করার চেষ্টা করছে বিজেপি। এই সমস্ত ঘটনায় বিজেপির মুখ পুড়ছে তাও লজ্জা নেই।