নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৪,ডিসেম্বর :: জাগো নারী জাগো বহ্নিশিখা এর উদ্যোগে মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় অনুষ্ঠিত হলো মহিলাদের অঙ্গীকার যাত্রা। রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি। এলাকার প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণীর মহিলারা এই অঙ্গীকার যাত্রায় অংশ গ্রহণ করেন।
এদিন সন্ধ্যা বেলায় একটি মোমবাতি মিছিল এবং শহীদ মোড় এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয় এই অঙ্গীকার যাত্রা উপলক্ষে। যাত্রায় অংশগ্রহণ করা স্থানীয় শিক্ষিকা রুবু রায় ভাদুরি বলেন নারী মর্যাদা রক্ষা করা কেবল একটি নৈতিক দায়িত্ব নয়, একটি প্রগতিশীল সভ্য সমাজ গঠনের পূর্ব শর্ত।
নারী নিগ্রহের প্রতিবাদে সংঘটিত আন্দোলন গড়ে তোলবার জন্য আমাদের এই অঙ্গীকার যাত্রা। সারা রাজ্যজুড়ে ১৬ তারিখ পর্যন্ত আমাদের এই যাত্রা চলবে।

