মালদহের হরিশ্চন্দ্রপুরে শাসকদলের গোষ্ঠী কোন্দল আবার মাথাচাড়া দিল।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আর কয়েক মাস বাদেই পঞ্চায়েত ভোট। আর এরই মধ্যে মালদহের হরিশ্চন্দ্রপুরে শাসকদলের গোষ্ঠী কোন্দল আবার মাথাচাড়া দিল। গতকাল রাত্রে বাড়ির উঠোনে থেকেই এক তৃণমূলের সক্রিয় কর্মীকে মুখে কাপড় বেঁধে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগ এলাকারই অপর তৃণমূলের গোষ্ঠীর বিরুদ্ধে।অপহৃত ব্যক্তির স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। অপহৃত পরিবারের লোকের দাবি খুন করা হয়েছে অপহরণ হওয়া আব্দুল বারিককে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের কাতলামারি এলাকায়। ওই এলাকায় বাশির ও উনসা হাক গোষ্ঠীর এলাকা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিবাদ রয়েছে।বাশির ও তার দলবল উনসাহাকের ভাইপো আব্দুল বারিককে অপহরণ করেছে বলে অভিযোগ। কয়েকমাস আগেই দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে দু জন গুলিবিদ্ধও হন। এবার উনসাহাকের ভাইপো বারিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে তার পরিবারের তরফে দাবি করা হয়েছে।উনসাহাক আগে কংগ্রেস ও বাশির সিপিএম করলেও পালাবদলের পর দুই গোষ্ঠীই আপাতত শাসকদলের ছত্রছায়ায় রয়েছে বলে অভিযোগ। তবে বারিককে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে বারিককের পরিবার দাবি করলেও তা পুলিশ মানতে চায়নি।

কেন না এখনও বারিকের খোঁজ মেলেনি। তার খোঁজে সর্বত্র তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।তাদের বাড়িতে তালা ঝুলছে বলে পুলিশ জানিয়েছে। যদিও গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

বিজেপির বক্তব্য  পঞ্চায়েত ভোটের আগে এটা তো ট্রেলার চলছে, পঞ্চায়েত ভোট আসতে আসতে অনেক কিছু দেখতে পাওয়া যাবে। কাটমানির সরকার, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গোটা রাজ্য, মানুষ যোগ্য জবাব দেবে খোঁচা জেলা বিজেপির কিষান কেডিয়ার।

অপরদিকে কার্যত গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নিয়েছে তৃণমূল ব্লক সভাপতি। অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না আইন আইনের পথে চলবে, পুলিশ পুলিশের কাজ করবে বলে সাফাই তৃণমূল ব্লক সভাপতি হজরত আলীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =