মালদহে অনুমতি ছাড়াই একশো দিনের প্রকল্প সরকারি ওয়েবসাইটে আপলোড।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: অনুমতি ছাড়াই একশো দিনের প্রকল্প সরকারি ওয়েবসাইটে আপলোড। পুরাতন মালদা ব্লকের ৪ টি গ্রাম পঞ্চায়েতের ৩০২টি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক। বিডিওকে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ।একের পর এক গ্রাম পঞ্চায়েতে অনুমোদন ছাড়াই ১০০ দিনের প্রকল্পের কাজ করার অভিযোগ।

এবারে পুরাতন মালদার চারটি গ্রাম পঞ্চায়েতের উঠল একই অভিযোগ। মঙ্গলবাড়ী, মুচিয়া, ভাবুক ও মহিষবাথানি এই চারটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের প্রকল্পে ৩০২টি কাজ অনুমোদন ছাড়াই করার অভিযোগ।জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই কাজগুলোকে সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।

বিডিওকে সমস্ত ঘটনার তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও মোহাম্মদ ইরফান হাবিব বলেন, জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত আরম্ভ হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে জেলাশাসকের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে।একের পর এক পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত হচ্ছে। জেলাশাসক ঘটনার তদন্ত করছেন। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =