কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৬,অক্টোবর :: মালদহে অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। এবছর মালদহ রামকৃষ্ণ পল্লী জাতীয় সড়কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বছর ২৫ টি পুজো এই কার্নিভালে অংশগ্রহণ করেছে। এর আগের বছরের থেকে মানুষের উৎসাহ বেড়েছে। ইতিমধ্যেই রামকৃষ্ণ পল্লী ময়দানের সামনে জাতীয় সড়কে আলপনা দেওয়ার কাজ শুরু হয়েছে।
জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, গত দুই বছর ধরে এই পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই বছর দ্বিতীয় বর্ষ। এর আগের বছর ১৮টি ক্লাব অংশগ্রহণ করেছিল। এ বছর মানুষের মধ্যে উৎসাহ যথেষ্ট রয়েছে তাই ২৫ টি ক্লাব অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে রামকৃষ্ণ পল্লী জাতীয় সড়কে এই অনুষ্ঠান হবে।বিভিন্ন রকমের আদিবাসী নাচ,পূজো গান হবে।