মালদহে অভিনব কায়দায় মোটর বাইকের ধাক্কা মেরে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা লুট

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: অভিনব কায়দায় মোটর বাইকের ধাক্কা মেরে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা লুট করেছিল দুস্কৃতির দল । এই ঘটনার অভিযোগ দায়ের হতেই ৭২ ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ।  ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ৭০ হাজার টাকা । লুঠ হওয়া বাকি টাকার এখনো সন্ধান পায় নি তদন্তকারী পুলিশ কর্তারা।ঘটনাটি ঘটেছিল গত ৭  মার্চ সন্ধ্যায় । পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকার জমির বায়না নিয়ে বাড়ি ফিরছিলেন মুদি ব্যবসায়ী দীপংকর রায়।  সেই সময় জাতীয় সড়কে দুই দুষ্কৃতী ওই ব্যবসায়ীর মোটরবাইকে তাদের নিজেদের বাইক নিয়ে ধাক্কা মারে । এরপরই সেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।

৭ মার্চ রাতের এই ঘটনার পর, ৮ মার্চ সকালে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নারায়ণপুর এলাকার ব্যবসায়ী দীপঙ্কর রায় । এরপরই তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্তে নেমে আসরাউল হক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুরাতন মালদা থানার পুলিশ । তার বাড়ি থেকে লুঠ হওয়া ২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fifteen =