কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি থেকে ১৫৪ জন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল নেতা দুলাল সরকার আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল। কংগ্রেসের নেতৃত্বের অভাব তাই দলত্যাগ দাবি দলত্যাগিদের।
ভয় , প্রলোভনের রাজনীতি করছে শাসক দল কটাক্ষ কংগ্রেসের। দীর্ঘদিন ধরে রেলের হকার্স ইউনিয়নের একটা বড় অংশ দখল করে রেখেছিল কংগ্রেস। সেই হকার্স ইউনিয়নে এবারে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। গতকাল সন্ধ্যার সময় ১৫৪জন আই এন টি ইউ সি কর্মী কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তৃণমূলে যোগ দেওয়া আই এন টি ইউ সি নেতা রতন তেওয়ারি বলেন, এতদিন অভিভাবক হীন ছিলেন তারা। অভিভাবক পাওয়ায় তারা খুশি। তৃণমূলের হাত ধরে তাদের উন্নয়ন হবে বলে দাবি হকার্স ইউনিয়ন নেতার। যদিও ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে হকার্স ইউনিয়নের রদবদল করা হয়েছে বলে দাবি কংগ্রেসের।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বলাই ভট্টাচার্য বলেন, দলবদল এর ফলে কংগ্রেসের ক্ষতি হলো। কি কারনে এই দলবদল তা খতিয়ে দেখবে দল।