নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১০,মার্চ :: ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলায় মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয় টিম ইন্ডিয়া। সারা বিশ্বের পাশাপাশি ফাইনাল খেলায় চোখ রেখেছিল মালদাবাসি।
শহরের পোস্ট অফিস মোড়, রাজমহল রোড, সদরঘাট সহ বিভিন্ন জায়গায় প্রোজেক্টর লাগিয়ে খেলার আনন্দ নেয় ক্রিকেট প্রেমীরা। রবিবার রাতে ভারত জেতার পর বাজি পুড়িয়ে আনন্দে মাতেন ক্রিকেট প্রেমীরা।
এরপরে ঘটে বিপত্তি। আগুন লেগে যায় পোস্ট অফিস মোড় হকার্স মার্কেটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়।