কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ১৯৯৬ এর সেপ্টেম্বর মাসে জমি দেন জমিদাতারা,কিন্তু আজ পর্যন্ত তাদের চাকরি না হওয়ায় আমরণ অনশনে বসলেন করমুটোলার জমিদাতারা। প্রসঙ্গত মানিকচকের শেখপুরা এলাকায় আর্সেনিক মুক্ত জল সরবরাহ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে।
সেই সময়ে স্থানীয় এলাকাবাসী কানাই মন্ডল বিভূতিভূষণ মন্ডল ভারতি মণ্ডল সহ অন্যান্যরা জল সরবরাহ কেন্দ্রের জন্য জমি দান করেন । সে সময় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের জমির ক্ষতিপূরণ এবং পরিবারের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে ।
কিন্তু আজ প্রায় ২৫ বছর অতিক্রান্ত হলেও সেই আশ্বাস পূরণ হয়নি তাই বাধ্য হয়ে বুধবার সেই আর্সেনিকমুক্ত জল-সরবরাহ কেন্দ্রের সামনে আমরণ অনশনে বসলেন জমিদাতারা।এমনকি টাকার বিনিময়ে বাইরে থেকে লোক বেআইনি ভাবে নিয়োগের অভিযোগ করেছেন তারা।তারই প্রতিবাদে আজ এই অনশন বসেছেন এলাকাবাসীরা।