মালদহে “আল্লাহর” কাছে বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করলো কয়েকটি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৬,জুন :: সূর্যের দাপটে নাজেহাল পরিস্থিতি এলাকায় তীব্রদাবদাহে চলছে জীবিকানির্বাহ।মাঠে ঘাটে সবদিকেই সূর্যের ঝলকানি।পথে চলতে গিয়ে গা পুড়া অবস্থা।তারমধ্যেই অনাবৃষ্টি।বৃষ্টি না হওয়ার ফলে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হচ্ছে।যার জেরে উদ্বিগ্ন পাট চাষিরা।

এদিকে দাবদাহের ফলে জলস্তর নেমে গিয়ে সংকট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়।মঙ্গলবারও ৩৯° ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে।সকলেই চায় আয় বৃষ্টি ঝেপে।কিন্তু প্রকৃতি চলে নিয়ম মেনেই।মেঘের গর্জন শোনা গেলেও বৃষ্টির দেখা নেই।ধেয়ে আসুক মুসলধারে বৃষ্টি।

সর্বশক্তিমান “আল্লাহর” কাছে বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করলো কয়েকটি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।মঙ্গলবার সকালে চাঁচলের কনুয়ায় দ্বিফসলী মাঠে নামাজ অনুষ্ঠিত হয়।ওই এলাকার কনুয়া,রহমতপুর,ভবানিপুর,কাবিলখানি ও দেবীগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ নামাজে অংশ নেন।

নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া পাঠ করা হয়।নামাজ শেষে মুসল্লিদের তৃষ্ণা মেটানোর জন্য জলপান ও ওআরএস বিতরণের উদ্যোগ নেন কনুয়া-ভবানীপুর কেবি কেয়ার হাজি নবাব মাদ্রাসার সম্পাদক মোহাম্মদ রফিকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =