কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৪,জুন:: উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ছেলে-মেয়েদের ভবিষ্যতে স্বনির্ভর করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক।
উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকগণ এছাড়া জেলা ব্যবসায়ী সমিতির উচ্চপদস্থ কর্তারা এবং শিল্পপতিদের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে এই বৈঠক হয়।
আধিকারিকরা জানান, উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক থেকে ছেলে-মেয়েদের ট্রেনিং দেওয়া হবে এবং টেনিং শেষে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এইভাবে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা হবে।