আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: মালদহ :: একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠকের কর্মীসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। চরম বিশৃঙ্খলা মঞ্চে। মঞ্চে ব্লক সভাপতি দুর্গেশ সরকারের গোষ্ঠীর সঙ্গে বিধায়ক চন্দনা সরকার গোষ্ঠীর বচসা। দুর্গেশ সরকারকে মঞ্চে ডাকা হয়নি। বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভের মধ্যে পরে যায় সাংসদ সুখেন্দুশেখর রায়।গোটা বিষয়টি নিয়ে বৈষ্ণবনগর এর বিধায়ক চন্দনা সরকার ও কালিয়াচক তিন নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গেশ সরকারের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা স্বীকার করে নিয়েছেন দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকশী গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেও তার দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপির মালদা জেলার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী। তিনি বলেন এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী কোন্দল।