নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: এক সিভিক ভলেন্টিয়ার এর ঘরের মধ্যে থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।মালদার ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাটটারি এলাকার ঘটনা। মৃতদেহ ময়নাতদন্ত পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতের নাম মনোজ সরকার ।
তার মা জানান লক্ষ্মী পূজার দিন রাত্রিবেলা তার ছেলে বাড়িতে আসে তিনি সেই সময় পুজোর প্রসাদ হিসেবে লুচি করছিলেন। এরপর ওই যুবক নিজের ঘরে ঢুকে যায়। অনেক ডাকাডাকির পর না বেরোলে মাঝ রাতে তার মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। এরপর গ্রামবাসীরা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ওই যুবকের মা ছাড়াও বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান।