মালদহে কংগ্রেস ও নির্দলরা আবার ফিরলেন তৃণমূলে

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৭,সেপ্টেম্বর :: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। ভোট এ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রীতিমতো জয়ী হন । রতুয়া দুই নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের সাতমারা ২৩২ নম্বর সইদুর রহমান।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লরেন এসনোর বিবি। যদিও ভোটে হেরে যান তিনি। আজকে তারা দুজনেই নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে আবার তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এলেন।

এ ব্যাপারে সইদুর রহমান বলেন, আজকের এ দল বদলের মুখ্য কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন । কিছু বিভ্রান্তিতে পড়ে তিনি কংগ্রেসে যান। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করবো। কোন প্রকার প্ররোচনায় নয়, স্বইচ্ছায় আজকে দলবদল করলাম আমি।

অন্যদিকে এসনোর বিবি জানান,আমি বরাবরই তৃণমূল কংগ্রেসের সমর্থক। গত পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে নির্দল প্রার্থী হয়ে ভোটের লড়াই করি। যদিও ভোটে জিততে পারিনি।আজকে আমি নিজের ইছাতেই তৃণমূল কংগ্রেসে যুক্ত হলাম।

ব্লক সভাপতি রকিবুল হক বলেন, দলের নিয়ম মেনেই আজকে তাদেরকে দলে নেওয়া হল। নির্দল প্রার্থী বলে কোন কথা নেই, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই তারা আবার তৃণমূল কংগ্রেসে যুক্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =