কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৯ই,মার্চ :: নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৯ই,মার্চ :: খোলা আকাশের নীচে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে আই সি ডি এস এর রান্না।বছর ছয়েক আগে উড়ে গেছে টিনের ছাউনি, ফেটেছে মেজে, দেওয়ালও।ঘরের ভিতর খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে শিশু এবং প্রসূতি মায়েদের খাদ্য।
ঘরের অবস্থা দেখে মায়েরা শিশুদের পাঠান না আইসিডিএস কেন্দ্রে। ফলে মায়েরাই এসে শিশুদের খাবার নিয়ে যায়। এলাকার মানুষের দাবি ব্লক প্রশাসন, সিডিপিও কে জানানো হয়েছে বিষয়টি এখন দেখা যাক কবে এই সেন্টার সংস্কার হবে।
খোলা আকাশের নিচে রান্না করতে অসুবিধায় পড়তে হচ্ছে আইসিডিএস হেল্পারকে। বর্ষার সময় রান্না হয় না বন্ধ থাকে সেন্টার। গাছের পাতা থেকে শুরু করে পাখিদের মল মূত্র পরে ঘরের ভিতরে পড়ে থাকে।এমনই এক অস্বাস্থ্যকর পরিবেশেই রান্না হচ্ছে। এমনই ছবি উঠে এলো মালদহের গাজোল ব্লকের বোমকা আইসিডিএস কেন্দ্রে