কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বিদ্যুৎপিষ্ট হয়ে গুরুতর জখম হলেন এক কৃষক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে। ১১ হাজার ভোল্টের হাইটেনশন তাঁর জমিতে ছিঁড়ে পড়ে থাকায়, সেই তাঁরে বিদ্যুৎ পিষ্ঠ হয় ওই কৃষক। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে , জখম কৃষকের নাম নকুল মাহাতো (৬১)। এদিন সকালে বাড়ি থেকে জমিতে কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু জমির মধ্যে একটি ১১হাজার ভোল্টের হাইটেনশন তাফ ছিঁড়ে পড়েছিল । অলক্ষ্য বসতো সেই ছেঁড়া বিদ্যুতের তারে পা পড়ে যায় ওই কৃষকের । আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীরের একাংশ ঝলসে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে মেডিকেল কলেজে।