মালদহে ছিল পানের দোকান – হয়ে গেছে ওষুধের দোকান !!

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৫ই,মার্চ :: ছিল বিড়াল বেরোলো বাঘ।শুনতে অবাক লাগছে ঘটনা বাস্তব এমনই মনে করছেন এনায়েতপুরে একাংশ।ছিল পানের দোকান।হয়ে গেছে ওষুধের দোকান এমনটাই স্থানীয় সূত্রে খবর। মালদার মানিকচকের এনায়েতপুর বাজার এলাকায় শেখ তাসিমের পানের দোকান ছিল তা বর্তমানে ওষুধের দোকানে পরিণত হয়েছে।

দেদার চলছে ওষুধ বিক্রি। অভিযোগ উঠেছে এনায়েতপুরের বাসিন্দা শেখ সিলনের ছেলে শেখ আয়ুশের জন্য যে ওষুধ কেনা হয়েছিল তা মেয়াদ উত্তীর্ণ। এই বিষয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন লিখিত অভিযোগ পাইনি পেলে খতিয়ে দেখব।

পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ওষুধের ক্ষতিকর প্রভাব কতখানি তাও জানিয়ে দেন। এ প্রসঙ্গে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার ও খুচরো ওষুধ বিক্রেতা আবু কালাম আজাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =