মালদহে জল মাফিয়া দের দাপটে আতঙ্কিত মত্স্যজীবীরা

কুমার মাধব   :: সংবাদ প্রবাহ :: মালদহ  :: রবিবার ১০,ডিসেম্বর ::  মাছ চাষের জন্য সরকারি নিয়ম মেনে জলাভূমির লিজ পেয়েছিল শ্রীকৃষ্ণ পল্লী মৎস্যজীবী সমবায় সমিতি। কিন্তু কিছু জল মাফিয়াদের দাপটে তারা সেই জলভূমিতে মৎস্য চাষ করতে পারছে না। এলাকায় গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ।
এই পরিস্থিতিতে স্থানীয় থানা কে জানিয়ে কোন লাভ না হওয়ায় জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা। আতঙ্কে মৎস্য চাষীরা। মালদহের মানিকচক থানার বিষণপূর এলাকার ঘটনা । গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। জেলা জুড়ে জল মাফিয়া, জমি মাফিয়া দের দাপট বাড়ছে নিজেদের মুখেই স্বীকার করছে জেলা তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =