নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৬,নভেম্বর :: ১৬দিন ব্যাপী মালদহের গাজোলের এইচ এন এম হাই স্কুল মাঠে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে গাজোল সর্বজনীন রাস উৎসব শুরু হতে চলেছে। রবিবার দুপুরে উৎসবের শুভ উদ্বোধন হবে।এবারে ভার্চুয়াল ভাবে রাস উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারছেন না।

শুধু তাই নয়,এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ইসকন মায়াপুরের বিদেশি ভক্তরা।স্থানীয় ভক্তরাও থাকবেন।উৎসবের জন্য ৫১২নং রাজ্য সড়কের গাজোল জুড়ে আলোক সজ্জা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। অন্য প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে।