নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আগামী রবিবার ২০২২ টেট পরীক্ষা। এই বছর কড়া নিরাপত্তার মধ্যে হতে চলেছে পরীক্ষা। আর তারই মাঝে পরীক্ষা কেন্দ্র থেকে উদ্ধার মোবাইল হেডফোন। মালদা শহরের নিবেদিতা গার্লস হাই স্কুলের ঘটনা। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। ঘটনার তদন্তে ইংরেজ বাজার থানার পুলিশ।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন গত কালকে কিছু বহিরাগত স্কুলে ঢুকে পড়ে।স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয়।এরপর ওই বহিরাগতরা তড়িঘড়ি স্কুল থেকে পালিয়ে যায়।স্কুল কর্তৃপক্ষ স্কুলের তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে আর সেখান থেকেই উদ্ধার হয় মোবাইল ও হেডফোন। সন্দেহ প্রশ্নপত্র ফাঁসের জন্য আগাম পরীক্ষা কেন্দ্রে মোবাইল ও হেডফোন মজুদ করা হচ্ছিল।
স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ভাদুরি জানেন, রবিবার রয়েছে টেট পরীক্ষা। আমাদের মনে হয়েছে তার আগে কিছু বহিরাগত ইস্কুলের ভেতর ডিভাইস রেখে প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনা করছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি জেলা শিক্ষা দপ্তরের জানানো হয়েছে।