কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৭,নভেম্বর :: মালদহে টোটো চলাচল এবং স্কুলবাসের ওপর নিয়ন্ত্রণ রক্ষায় একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। টোটোর জন্য নির্দিষ্ট রুট ম্যাপিং, স্কুলবাস ও পুলকারগুলির ফিটনেস টেস্ট একইসঙ্গে পন্যবাহী গাড়ির ওভারলোডিং রুখতে পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার জেলাশাসকের উপস্থিতিতে মালদা জেলা কালেক্টরেটে প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদহে যানজট ও যানবাহন চলাচলের সমস্যা নিয়ে বুধবার উচ্চপর্যায়ের বৈঠক হয় প্রশাসনিক ভবনে। বৈঠকে বিভিন্ন স্কুলবাস ও পুলকারে পড়ুয়াদের যাতায়াতের সমস্যা, পণ্যবাহী গাড়ির ওভারলোডিং এবং টোটো চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শেষে মালদহের আরটিও সুরজ দাস জানান, মালদা শহরে বাইরের টোটো ঢুকতে দেওয়া হবে না একই রুটে একাধিক টোটো চলার চল নিয়ন্ত্রণ করতে টোটো চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। রাজ্য সড়ক ও জাতীয় সড়কে টোটো চলতে দেওয়া হবে না।