কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ব্লকে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে কোটি টাকার বাড়ি, প্রচুর জমি জমার মালিক। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার আব্দুল মোবিন নামে এই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কন্যাশ্রী প্রকল্পে ব্যাপক কাটমানি সংগ্রহের গুরুতর অভিযোগ উঠেছে।পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য গড়ে তোলা কন্যাশ্রী প্রকল্পে এবার বড়োসড়ো কেলেঙ্কারি সামনে এলো। কন্যাশ্রী প্রকল্পে ব্লক স্তর থেকেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা লেনদেন এবং সেই টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠল ব্লকেরই এক কন্যাশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে।কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। ওই ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।