নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১২,জুলাই :: লক্ষ্মীপুরের তৃনমূল কর্মী খুনের ঘটনায় মাইনুল শেখ সহ চার জনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বাকিদের নাম সাইদুল শেষ, ইমারত শেখ, শহীদ শেখ।
এদের বিরুদ্ধে এই সব ধারায় মামলা রুজু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধারাগুলো হলো – Sec 329( 4)/118(2)/109/103(1)/3(5)/bns। ধৃত চার জনকে আজ আদালতে পেশ করে সাত দিনের পুলিশ রিমান্ড চাইবে ইংরেজবাজার থানার পুলিশ।