কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১১,মার্চ :: লোকসভা নির্বাচন এখনও ঘোষণা হয় নি। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল। আর প্রার্থী ঘোষণা হতেই পুরাতন মালদায় দেওয়াল লিখন নিয়ে তুমুল গোলমাল বাঁধলো তৃণমূল এবং বিজেপির মধ্যে।
দুই দলের অভিযোগ, লোকসভা নির্বাচনে প্রার্থীর প্রচারের জন্য তাদের দখলে থাকা দেওয়াল জোর করে নেওয়া হচ্ছে। সোমবার এই ঘটনাকে ঘিরে পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়া ধানহাটি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের নেতাকর্মীদের বচসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে দুই রাজনৈতিক দলের এমন ঘটনায় পুরাতন মালদা শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যেও তুমুল সমালোচনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পালপাড়া ধানহাটি এলাকার একটি দেওয়ালে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার লিখতে গিয়েই বচসার সূত্রপাত হয় তৃণমূল এবং বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে।