নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৪,মে :: মালদহে দ্বিতীয় দিনেও কুরমি সমাজের আন্দোলন অব্যাহত। গতকালের পাশাপাশি রবিবার সকাল থেকেই ফের মালদহের হবিবপুর ব্লকের কুরমি সম্প্রদায়ের মানুষজনেরা বিক্ষোভে সামিল। রীতিমতো হাতে প্লেকার্ড ও ধামসা মাদল নিয়ে স্লোগান দিতে থকে “আগে ST পরে ভোট” এবং দেওয়ালে লিখনের মধ্যে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এই সম্প্রদায়ের মানুষজনদের একটাই দাবি কর্মী সম্প্রদায়ের মানুষজনেরা তপশিলি উপজাতির তালিকায় নথিভুক্ত ছিল কিন্তু বর্তমানে তাদের তপশিলি উপজাতি শংসাপত্র থেকে বঞ্চিত করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে একটাই দাবি পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তপশিলি উপজাতিতে নথিভুক্ত করতে হবে,,না হলে আগামী পঞ্চায়েত ভোটদান থেকে বিরত থাকার হুশিয়ারি দেয়,।