কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জোরপূর্বক পুকুর কাটা নিয়ে যুযুধান শাসক দলেরর দুই পক্ষ। উভয় পক্ষের কর্মীদের মধ্যে লাঠালাঠি ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে। ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন এক জন।
ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দৌলতপুর পূর্বপাড়া অঞ্চলে শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী নজেদা বিবির জমি দখল করতে যায় এলাকারই রফিক চৌধুরী, আসিফ চৌধুরী সহ আরো দশজন ব্যক্তি। তারা লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তার স্বামী ফিরোজ মিয়াকে আক্রমণ করেন।
হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন ফিরোজ মিয়া। তাকে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রের খবর।নাজিদা বিবির ওই এলাকায় একটি জমি রয়েছে। সেই জমির পাশের জমিটি নাজিদা বিবি নিজের নামে কিনতে চেয়েছিলেন। কিন্তু রফিক চৌধুরী, আসিফ চৌধুরীর পরিবার নাজিদা বিবির বাড়ির সামনে থাকা জমি জোরপূর্বক দখল করতে আসেন সকালে। বাধা দিতে গেলে নাজিদা বিবির পরিবারকে ব্যাপক হারে মারধর করা হয় বলে অভিযোগ।
এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।ঘটনার খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে রাজ্য-জুড়ে শাসকদলের জমি দখল নিয়ে গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা নিয়মিত হয়ে উঠেছে বলে কটাক্ষ করেছে কংগ্রেস। অপরদিকে আইন আইনের পথে চলবে সাফাই তৃণমূল নেতৃত্বের