কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৩,জানুয়ারি :: মানিকচক ব্লক প্রশাসন ও মানিকচক পঞ্চায়েত সমিতি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আজ মানিকচকের নাজিরপুরে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হলো সাথে পশু স্বাস্থ্য পরীক্ষা সহ প্রদর্শনী প্রতিযোগিতা অনুস্টিত হয়। জনসাধারণকে পশু পালনে আগ্রহী করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। পশুর শারীরিক চিকিৎসার মাধ্যমে সুস্থ পশুর মালিক কে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি যে সমস্ত চাষী ভালো ঘাস উৎপাদন করতে পারেন তাদের জন্যও ছিল বিশেষ পুরস্কার। এই পশু মেলায় পশু চিকিৎসকগণ পশুর চিকিৎসা করেন এবং পশুদের বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতি পিংকি মন্ডল,সহ সভাপতি আমেনা খাতুন,মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন ।
জেলা পরিষদ সদস্যা মালা রহমান, মানিকচকের ব্লক পশু চিকিত্সক ডক্টর মোহাম্মদ গোলাম ফ্লেচার সহ পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান,উত্তরা ঝা ,আসিরুদ্দিন সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য ও মানিকচক ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রানীমিত্র ও পশু চিকিৎসকগণ।