নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৪,নভেম্বর :: ফোনে খুন করার হুমকি। হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ঘরের ভেতর থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা মালদহের পুরাতন মালদা থানার রসিলাদহ বাগানপাড়া এলাকায়। জানা গেছে, মৃত টোটো চালকের নাম নেপাল মন্ডল।

মৃত নেপাল মন্ডলের স্ত্রী মৌসুমী মন্ডলের অভিযোগ তার স্বামী নেশা করত। এই কারণে আলাদা বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে থাকতেন তিনি। তবে প্রতিদিন যাতায়াত ছিল। তার স্বামী তাকে জানিয়েছিল তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এরপরই আজ সকালে ঘরের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত নেপাল মন্ডলের গলায় মশারি এবং মুখে বালিশ দেওয়া অবস্থায় পুলিশ দেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।