মালদহে বিজেপি  ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির দীর্ঘদিনের সক্রিয় ৩ টি পরিবারের ১০ জন সক্রিয় কর্মী 

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: হবিবপুর ::   মঙ্গলবার :: ০৪ জুলাই :: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সোমবার বৈকাল বেলা হবিবপুর ব্লকের  জাজইল গ্রাম পঞ্চায়েতের ১৮৩ নং   হরিপুর (Hari Pur )  বুথের  তৃণমূল কংগ্রেসের মনোনীত জোড়া প্রার্থী   কিস্টু  মুর্মূ , ও  বলরাম বর্মন ,পঞ্চায়েত সমিতির -১২ নং আসনে তৃণমূল কংগ্রেসের  মনোনীত প্রার্থী শ্যামলী সরেন এবং মালদা জেলা পরিষদের 4 নং আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রেজিনা মুর্মুর সমর্থনে জাজইল গ্রাম পঞ্চায়েতের  হরিপুর ( Hari pur )  এলাকায় নির্বাচনী প্রচার চালালেন,পাশাপাশি ওই এলাকায় প্রচার চলাকালীন  বিজেপি  ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির দীর্ঘদিনের সক্রিয় ৩ টি পরিবারের ১০ জন সক্রিয় কর্মী  দাবি ১৮৩ নং বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী  তথা  হবিবপুর ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেসের (ST Cell) সভাপতি কিস্টু মুর্মুর ।  দেখা যায় সোমবার বিকেল বেলা ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প লক্ষীভান্ডার ,কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প সকলের মধ্যে নির্বাচনী প্রচারে তুলে ধরেন এবং জেতার ব্যাপারে 100% আশাবাদী করছেন প্রার্থীরা,  জাজইল গ্রাম পঞ্চায়েত, হবিবপুর পঞ্চায়েত সমিতি  ও মালদা জেলা পরিষদ তৃণমূল গঠন করবে বলে দাবি। পাশাপাশি ওই এলাকায় পচা চলাকালীন বেশ কিছু বিজেপি কর্মীকে তৃণমূলে যোগদান করান। পাল্টা  BJP ZP- 4 মন্ডলের সম্পাদক গোপাল দাস এই যোগদান কে গুরুত্ব দেননি , পাশাপাশি তিনি জানান এই যোগদানের তাদের কোন ক্ষতি হবে না , যে যোগদান করেছে তারা বিজেপির সাথে যোগাযোগে  ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =