নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৩,আগস্ট :: বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দুই মহিষের এবং প্রাণে বাঁচলেন ওই মহিষ মালিক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কালাচাঁদ হাই স্কুলের পেছনে বাগানপাড়া এলাকায়।
টানা দুদিন বৃষ্টির এবং কখন রাস্তায় বিদ্যুতের তার ছিড়ে পড়ে গেছে। এরই মধ্যে ভোর পাঁচটার নাগাদ চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণেশ যাদব কয়েকটি মহিষ নিয়ে ফাঁকা মাঠে চরাতে যাচ্ছিলেন কিন্তু রাস্তায় যেতে যেতে আচমকা দুটি মহিষ মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে ।
এই ঘটনা দেখে মহিষের মালিক এগিয়ে যেতেই তিনিও বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ট হন কোনক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী ,তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর খবর দেন এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতির স্বাভাবিক করে।
অসহায় মহিষ মালিক গণেশ যাদব জানান ,ভাবতে পারিনি এরকম দুর্ঘটনার কবলে পড়বো তবে এই দুটি মহিষের মৃত্যুর ফলে আমি বিশাল ক্ষতির মুখে পড়লাম। কারণ মহিষ পালন করেই আমার সংসার চলে।