কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার পাঁচটি পরিবারের সমস্ত কিছু। স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রচেষ্টায় এখন নিয়ন্ত্রণে আসলেও পরনের কাপড় ছাড়া বাড়ির কিছুই বাঁচানো সম্ভব হয়নি। মজুদ থাকা নগদ টাকা গয়না আসবাবপত্র সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে এই পাঁচটি পরিবারের।
ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া দুই ব্লকের পরানপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা সাবির আলী। রবিবার গভীর রাতে হঠাৎই তার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন তারই পাঁচ ভাইয়ের পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে। কোনক্রমে প্রাণে বেঁচে বাড়ির বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে হাত লাগায়।
পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বাড়ির সর্বস্ব কিছুই পুড়ে ছারখার হয়ে যায় বলেই জানা যাচ্ছে। জায়গা কেনার জন্য কয়েক লক্ষ টাকা বাড়িতে মজুদ করে রেখেছিলেন সাবির আলী সমস্ত টাকাই পুড়ে ছারখার হয়ে গেছে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা।
যদিও পরিবার সূত্রে জানা যাচ্ছে ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকেই এ আগুন ছড়ায়। ঘটনায় কোন মানুষের হতাহত না হলেও বাড়ির সর্বস্ব পুড়ে ছারখার হয়ে যায়। খোলা খোলা আকাশের নিচে চরম দুশ্চিন্তায় পাঁচ ভাইয়ের পাঁচটি পরিবার। সরকারিভাবে তাদের সহযোগিতা দ্রুত করা হোক সেই আবেদন স্থানীয় বাসিন্দাদের ।