নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড মালদার বিস্তীর্ণ এলাকা। সেই ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হলেন দুই মহিলা। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রথম ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার আড়াই ডাঙ্গা এলাকায়। ঝড়ে বাড়ির পিলার ভেঙে মাথা ফাটে যায় মইনুর বিবি(৪০) নামে এক মহিলার।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় গত কালকের ঝড়ের সময় হঠাৎই তার বাড়ির পিলার ভেঙে যায়। তাতেই তার মাথা ফেটে গুরুতর আহত হন। প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আড়াই ডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে ওই এলাকারই জাকেরা বিবি(৪৫) নামে এক গৃহবধূ মাথায় গাছের ডাল পড়ে যায়। তাতেই তিনি গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরিবার সূত্রে জানা যায় গতকাল কালবৈশাখী ঝড়ে দাপটে গাছের ডাল ভেঙে যায়।
তার জেরেই ওই গৃহবধূর মাথা ফেটে যায়। বর্তমানে দুই জনই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।