মালদহে মায়ের শেষ কৃত্যের জন্য খুনের সাজাপ্রাপ্ত আসামিকে পেরোলে নিয়ে আসা হলো পুলিশি পাহারায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মায়ের শেষ কৃত্যের জন্য খুনের সাজাপ্রাপ্ত আসামিকে পেরোলে নিয়ে আসা হলো পুলিশি পাহারায়।আসামিকে দেখতে ভেঙে পড়ল ভিড়। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ৮ মাস আগে হরিশ্চন্দ্রপুরের ভালুকা স্টেশনে ঘটে যাওয়া নৃশংস মোজাম্মেল হত্যা কাণ্ডের অভিযুক্ত ১২ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করে মালদা কোর্ট। এরপরই ওই ১২ জন যাবজ্জীবন প্রাপ্ত আসামিদেরকে রাজ্যের বিভিন্ন জেলে স্থানান্তর করা হয়।

গতকাল শুক্রবার গভীর রাতে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে থাকা হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা মালেক কস্তুর ওরফে বাবলুর মা মারা যাওয়াতে তাকে প্যারোলে হরিশ্চন্দ্রপুর নিয়ে আসে বালুরঘাট পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের এবং স্থানীয় শাসকদলের নেতারাই ব্যবস্থা করেন তাকে আনার জন্য।

এদিন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আসামিকে দেখতে এলাকার আশে-পাশের গ্রাম ভেঙ্গে পড়ে রাঙ্গাইপুর এলাকায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। গতকাল রাত্রে যাবজ্জীবন সাজপ্রাপ্ত আসামী বাবলু মৃত মায়ের শেষ কার্যসম্পন্ন করার পরেই তাকে নিয়ে পুনরায় বালুরঘাট রওনা দেয় বালুরঘাট জেলা সংশোধনাগারের পুলিশ কর্মীরা।অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fifteen =