নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৪,ডিসেম্বর :: মালদহে মোট ৩১হাজার ৩৩৪ জন টেট পরীক্ষার্থী রয়েছেন। জেলার ৭০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। ছটি কলেজ, ৬৪টি হাই স্কুলে পরীক্ষা হবে। তবে, হরিশ্চন্দ্রপুর ১, ২, রতুয়া এবং কালিয়াচকের তিনটি ব্লকে কোনও পরীক্ষা কেন্দ্র থাকছে না। গোলমাল এড়াতে সে ব্লকগুলিতে কোনও পরীক্ষা কেন্দ্র থাকছে না।
পরীক্ষা কেন্দ্রে বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ ঠেকাতে পরীক্ষার্থীদের হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনেশন করা হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।