নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। রায়তি সম্পত্তি দখল করে ক্লাব ঘর তৈরি করার অভিযোগ, পাল্টা অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। ঘটনা ঘিরে শুক্রবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাতলা ইসলামপুর মোড় এলাকায়।
জানা যায় ওই এলাকায় এক একর একুশ শতক জায়গা রয়েছে। স্থানীয় বাসিন্দা সেরাজুল ইসলাম,শ্যামল ঘোষ সহ বেশ কয়েকজনের নামে রেকর্ড রয়েছে সেই জায়গা। নির্দিষ্ট নথিপত্রও রয়েছে জায়গার। তারপরও এই জায়গার কিছু অংশ প্রায় চার কাঠা দখল করছে স্থানীয় একটি ক্লাব বলে অভিযোগ। অবৈধভাবে তারা এই জায়গা দখল করে ক্লাব ঘর তৈরি করছে।
শুধু তাই নয় ক্লাব ঘর তৈরি করার পর আরও বেশ কিছু জায়গা তারা বাঁশের বেড়া দিয়ে দখল করছে। শুক্রবার সকাল থেকেই এই জায়গা দখলের প্রতিবাদ করাকে কেন্দ্র করে দফায় দফায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে এই ঘটনায় ইতিমধ্যে ইংলিশ বাজার থানা এবং সংশ্লিষ্ট ব্লক দপ্তর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই ক্লাবের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
অন্যদিকে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। তাদের পাল্টা অভিযোগ এটি মন্দিরের জায়গা। এই নিয়ে একাধিকবার থানা থেকে শুরু করে স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। তারপরও এই গন্ডগোল চলে আসছে। ২০১১ সাল থেকে তাদের এই ক্লাব।