মালদহে রাস্তার দাবি জানিয়ে পথে নামলেন তিন চারটি গ্রামের অসংখ্য মহিলা সহ পুরুষেরা ।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ ::মালদহ :: ৩০শে মার্চ :: মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। তার রেশ কাটতে না কাটতে রাস্তার দাবি জানিয়ে পথে নামলেন তিন চারটি গ্রামের অসংখ্য মহিলা সহ পুরুষেরা ।

বুধবার সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়কে ১২ মাইল এলাকায় রাস্তার দাবিতে পথ অবরোধ । জগন্নাথপুর রাধাকান্তপুর,রামকৃষ্ণপুর ১৬ কিলো মিটার রাস্তার বেহাল অবস্থা তার দাবিতে পথ অবরোধ,গ্রামের অসংখ্য মহিলা ও পুরুষেরা রাস্তা চাই ব্রিজ চাই হাতে প্লেকার্ড নিয়ে সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

জানা যায় হবিবপুর থানার অন্তর্গত মঙ্গলপুরা অঞ্চলের রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর তিন চারটে গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বার জানানোর সত্ত্বেও কোন লাভ হয়নি তাই পঞ্চায়েত ভোটের আগে হাতে প্লে কার্ড নিয়ে এবার পথে নামলেন অসংখ্য মহিলারা।

জানা যায় রাস্তার তৈরি কাজের বাকি অংশের ও দুটি সেতু সহ ১৬কিমি রাস্তার দাবিতে সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ করা হবে অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় হবিবপুর থানার বিশাল পুলিশবাহিনী।

রাস্তা তৈরি না করে রাস্তার তৈরি বোর্ড লাগানো রয়েছে বলে অভিযোগ যতক্ষণ রাস্তা তৈরি করার কাজ শুরু না হবে বা ডি এম না আসলে এই ভাবে পথ অবরোধ চলবে বলে জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =